হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে থানা, খাদ্যগুদাম, ভূমি অফিস ও আ.লীগ কার্যালয়ে আগুন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মোহনপুর থানা, সরকারি খাদ্যগুদাম, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা এ সহিংসতা চালায়। বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা কেশরহাট পৌরসভার দিকে অবস্থান নেয়। সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সকাল থেকে মোহনপুর থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একদিলতলা হাটে অবস্থান করে। সেখানে পুলিশি বাধা অতিক্রম করে তারা উপজেলা সদরের দিকে চলে যায়। এরপর প্রথমেই তারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়টির ভেতরের সবকিছুই পুড়ে যায়। 

এ সময় থানার সামনের বিভিন্ন স্থাপনা ও গ্যারেজে আগুন ধরিয়ে দেয় তারা। এতে থানার দুটি গাড়ি পুড়ে যায়। এরপর আন্দোলনকারীরা থানার পাশে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে এসি ল্যান্ডের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

পরে আন্দোলনকারীরা উপজেলা খাদ্যগুদামে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। ভাঙচুর করা হয় ইউএনও কার্যালয়ও। এরপর উপজেলা সদর থেকে সরে আন্দোলনকারীরা কেশরহাট পৌর এলাকায় অবস্থান নেয়। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, ‘আমাদের থানার সামনে বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের দুটি গাড়িও পুড়েছে। তবে আগুন থানার ভেতরে যায়নি। আর কোথায় কী কী সহিংসতা চালানো হয়েছে, তা এখনো বলতে পারছি না। আমরা থানায় ব্যস্ত আছি।’ 

মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, ‘থানা, ভূমি অফিস, খাদ্যগুদাম ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আমার অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। তারা এখন পৌরসভার দিকে গেছে। পরিস্থিতি খুব উত্তপ্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সেকশন