Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি ফুরকুনি বেগমের

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি ফুরকুনি বেগমের

ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ফুরকুনি বেগম (৭০)। নিজের কোনো জমিজমা নেই। অন্যের জায়গায় বাস করেন তিনি। এমন অবস্থায় নিজের একটু আশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি তাঁর।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে বাড়ি তাঁর। ওই গ্রামের মৃত ফেলু শেখের স্ত্রী তিনি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে অন্যের জায়গায় বাস করছেন ফুরকুনি বেগম।

ফুরকুনি বেগম বলেন, ‘সবাই বাড়ি পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের বাড়িঘর-জমিজমা নেই তাদের ইটের বাড়ি করে দিচ্ছেন। সঙ্গে জমির দলিলও দিয়ে দিচ্ছেন। শুনে খুব খুশি হয়েছি।’ কিছুই নেই তাঁর। এ বয়সে একটি বাড়ি পাওয়ার জন্য অনেকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কেউ তাঁকে সহযোগিতা করেননি। তিনি ‘বাড়ি পাওয়ার যোগ্য কি না’ এমন প্রশ্ন করেছেন।

গোমস্তাপুরের এই ভাঙা ঘরে বসবাস করেন ফুরকুনি বেগম (৭০)ফুরকুনির ছোট ভাই শুকুদ্দি জানান, বাবার জমি ভাগ হলে তাঁর বোন পৈতৃক সূত্রে পৌনে ১৪ কাঠা জমি পান। বোনের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও নাতনির বিয়েতে সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যান তিনি। পরে তাঁর আশ্রয়ের একটু জায়গায় টিনের ছাউনি তুলে বসবাস করছেন। শুধু ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার টাকা পান বলে তিনি জানান।

সংশ্লিষ্ট ২ নম্বর ইউপি সদস্য গোলাম মর্তুজা জানান, বৃদ্ধার আইডি কার্ড নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী তালিকায় তাঁর নাম রাখার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধা ফুরকুনির বাড়ি না পাওয়ার বিষয়টি অবগত হয়েছি। বাড়ি বরাদ্দের তালিকায় অবশ্যই তাঁর নাম তালিকাভুক্ত করা হবে।’

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত