সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সলঙ্গা থানার বাসুদেবকোল দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুরা হলো—সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের বাসুদেবকোল দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৮) ও মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল সিহাব ও অনিক আহম্মেদ। একপর্যায়ে তারা দুজনই পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায় না। বিকেলে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।