রাজশাহীর পুঠিয়ায় নাশকতার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক নাজমুল ইসলাম মুক্তাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২১ নভেম্বর রাতে বিএনপির সমাবেশকে ঘিরে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ আরও শতাধিক লোককে অজ্ঞাতনামা আসামি করে নাশকতার মামলা দায়ের করে থানা-পুলিশ। মামলা দায়েরের পরপরই বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।