হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে কলেজশিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ, মহাসড়কে ছাত্রীরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের একজন শিক্ষকের (প্রদর্শক) বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রীরা। 

টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের তিনজন ছাত্রী বলেন, অন্তত ছয় মাস ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, অসৌজন্যমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ছাত্রীরা। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। 

ওই কলেজের তিনজন শিক্ষক বলেন, কলেজের প্রায় ৩০ জন ছাত্রী কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হককে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের অবস্থার নেন। এতে মহাসড়কে যানজট হয়। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তাঁরা। 

অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক জানান, তাঁর বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগ তুলেছেন, তা ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষর পক্ষে ছিলেন। এতে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ছাত্রীদের উসকে দিয়ে অপবাদ দেওয়া হচ্ছে।’ 

ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘কলেজের কয়েকজন ছাত্রী অভিযোগের ঘটনা নিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। এ বিষয়ে কলেজের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা হবে।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা