আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের একটি বিশেষ দল (পিবিআই) কাজ করছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর আদমদীঘি উপজেলার উৎরাইল গ্রামে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।