হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ২ বিঘা জমির স্তূপ করা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুরে পুড়ে যাওয়া ধানের স্তূপ নেড়েচেড়ে দেখছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে তোলার জন্য কেটে স্তূপ করা কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঁনচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক একই গ্রামের বাসিন্দা।

কৃষক সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গরিব মানুষ বর্গা জমি নিয়ে চাষাবাদ করি। গ্রামের শেষ প্রান্তে একটি জমিতে ধান কেটে স্তূপ করে রেখেছিলাম। গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে বিষয়টি আমি জানতে পারি। এরপর সেখানে গিয়ে দেখি দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পুড়ে গেছে। স্থানীয় লোকজন পানি দিয়েও রক্ষা করতে পারেনি। এতে আমার প্রায় ৪০ মণের মতো ধান নষ্ট হয়েছে।’

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, ‘গভীর রাতে কে বা কারা কৃষক সিদ্দিকের দুই বিঘা পাঁচ কাটা জমির ধানের স্তূপে আগুন ধরিয়ে দিয়ে নষ্ট করেছে। আমরা পানি দিয়েও তা রক্ষা করতে পারিনি। কৃষক সিদ্দিক খুবই নিরীহ একজন মানুষ। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত