গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। আজ শুক্রবার সকালে র্যাব-১২-এর সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মনির হোসেন (২২) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা গ্রামের জাহিদুল শেখের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করেছে, মনির হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তিনি পলাতক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। আজ শুক্রবার দুপুরে তাঁকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।