হোম > সারা দেশ > রাজশাহী

আ. লীগ নেতা শামীম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও নিহতের পরিবারের স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, নিহত শামীমের পিতা নূর আলী প্রামানিক, আলী আজগর, ছাত্রলীগ নেতা সায়াম, আ. লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল আজিজ প্রমুখ। 

বক্তারা বলেন, শামীম হত্যা মামলায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল আলম নিলুর ছেলে ইমরানসহ কয়েকজন এখনো গ্রেপ্তার হয়নি। এলাকাতে খুন রাহাজানি ও মাদকের আখড়ায় পরিণত করে ফেলা এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নাজিরপুর হাটপাড়ায় একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (৩৮)। এ ঘটনায় মামলার পর এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার