হোম > সারা দেশ > বগুড়া

মাদক মামলায় সাজা, ধুনট কৃষক লীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

মাদক মামলায় সাজা পাওয়ায় বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ হিমেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া আসামি। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলার কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৯ জুলাই বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়। আরেক চিঠিতে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ফারুক আহম্মেদ হিমেল ধুনট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল হোসেনের ছেলে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা হয়। পুলিশ বেশ কয়েকবার তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ২০২১ সালের ১৬ মার্চ তিনি ধুনট পৌর কৃষক লীগের আহ্বায়কের পদ বাগিয়ে নেন।

২০২২ সালের ১২ মার্চ তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৫ সালের ৩ জুন বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় প্রায় ছয় মাস আগে ফারুকের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ১৭ জুলাই স্বেচ্ছায় বগুড়া আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ফারুক আহম্মেদ হিমেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খল ভঙ্গ করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি