হোম > সারা দেশ > রাজশাহী

উন্নয়ন সমাবেশে বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন এমপি আয়েন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে উন্নয়ন সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন প্রধান অতিথি সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ সময় মঞ্চের সামনের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান ও হাততালি দিতে থাকেন। 

ঘটনাটি ঘটে আজ বুধবার মোহনপুর উপজেলা সদরের একটি স্কুল মাঠে। উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশের শেষ দিকে বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তখন মঞ্চে অতিরিক্ত নেতা কর্মীদের চাপে মঞ্চটি ভেঙে যায়। ফলে অন্য নেতা কর্মীদের সঙ্গে তিনিও পড়ে যান। পরে সমাবেশটি ওখানেই শেষ করা হয়। এরপর একটি উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

এরপর তিনি দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কেক কাটেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে এই উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এতেই প্রমাণিত হয়, বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই এলাকার মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।’

মঞ্চ ভেঙে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন। এ কারণে মঞ্চটি ভেঙে গেছে। তবে কেউ আহত হয়নি। আমিও ব্যথা পাইনি।’

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

সেকশন