হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ লালন হয়: ডেপুটি স্পিকার

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে খুনি রাজনৈতিক দলের মদদে গ্রেনেড হামলা হয়। তারা সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করে। দেশকে তারা গড়ে তোলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়াশ্রমে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ লালন হয় এবং মানবতা ভূলুণ্ঠিত হয়।

আজ সোমবার পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডেপুটি স্পিকার বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের কোনো অধিকার ছিল না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সে সময় বাড়িতে থাকতে পারত না, মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপদে চলতে পারত না। তাদের বর্বরোচিত ও পৈশাচিক হামলা থেকে জাতির পিতার কন্যা সেদিন রেহাই পেয়েছিলেন বলেই দেশে আজ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

শামসুল হক টুকু বলেন, ‘আগস্ট মাস আমাদের শোকের মাস। এ মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যকে হত্যা করে। হত্যার পর আসামিদের তারা দায়মুক্তি দিয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে পবিত্র সংসদকে তারা কলুষিত করেছিল। আমরা কামনা করি, পৃথিবীর কোথাও যেন এমন জঘন্য ঘটনা আর না ঘটে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তপন হায়দার সান।

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

সেকশন