হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় রাতের আঁধারে কিশোরকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনা জেনারেল হাসপাতালে তুষার হোসেনের মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান। ছবি আজকের পত্রিকা

পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে স্থানীয় জুবলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে।

কিশোর হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ওসি আব্দুস সালাম বলেন, ‘আজ রাতে আলিয়া মাদ্রাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দুর্বৃত্তরা তুষারের গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কী জন্য কিশোরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘তুষার স্কুলছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কয়েক দিন হলো সে কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে।’

এদিকে, তুষার হোসেন নিহত হওয়ার খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।

২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। এই হত্যা মামলার প্রধান আসামি তুষার।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন