হোম > সারা দেশ > রাজশাহী

এমপির বিচার চেয়ে রাস্তায় আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বিচার চেয়ে বুকে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এক আওয়ামী লীগ নেতা। তাঁর নাম সুরঞ্জিত সরকার (৪৩)। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে পরাজিত হন সুরঞ্জিত। এমপি আয়েন উদ্দিনই তাঁকে ফেল করিয়েছেন বলে সুরঞ্জিতের অভিযোগ। তাই প্রধানমন্ত্রীর কাছে এমপির বিচার চেয়ে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে দাঁড়ান সুরঞ্জিত। বেলা ৩টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

সুরঞ্জিতের বুকে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিন ও তার দুলাভাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি নির্যাতনের শিকার। ১. ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো। ২. এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধ পঙ্গু বানানো এবং ৩. ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে হিন্দু জাতি ধর্ম তুলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।’

সুরঞ্জিত সরকার বলেন, ‘এমপি আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম প্রকাশ্যে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাই আমি নৌকা পেয়েও ফেল করি। পরের নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে এমপি আমাকে জাত-ধর্ম তুলে গালাগাল করেন। এমপি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে আমার ওপর হামলা করে। সেই হামলায় আমি প্রায় মারাই যাচ্ছিলাম। ভারতে গিয়ে চিকিৎসা করে কোনোরকমে বেঁচে আছি। এখনো বছরে কয়েকবার চিকিৎসা করতে যেতে হয়।’

সুরঞ্জিত আরও বলেন, ‘চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমি একেবারে শেষ হয়ে গেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই এমপি ও তাঁর দুলাভাইয়ের বিচার চাই। তাই রাস্তায় দাঁড়িয়েছি।’

এ বিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, ‘মানসিকভাবে অসুস্থ একটা মানুষকে নিয়ে দয়া করে এগুলো (সংবাদ) করবেন না। তাঁকে নির্যাতন যারা করেছে, সেই সময় থানায় মামলা করেছে। আসামিরা কে দেখেন। একটা পুকুর নিয়ে গন্ডগোল করে মার খেয়েছে। এখন দায় চাপাচ্ছে আমার ওপর। অথচ তাঁর চিকিৎসায় আমি টাকা দিয়েছি। ভারতে পাঠিয়েছি।’

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

সেকশন