হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশা থেকে চাঁদা আদায়কারী চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলা সদর ডাইংপাড়া ও কড়াইতলা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গোদাগাড়ীর কাঁকনহাট বাজারসংলগ্ন কড়াইতলা মোড় থেকে গ্রেপ্তার তিনজন হলেন সুইট আলী (২৪), বেনজীর আহাম্মেদ (৪০) ও আসিদুল ইসলাম (৩২)। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৪০ টাকা ও চাঁদা আদায়ের টালিখাতা জব্দ করা হয়েছে। 

ডাইংপাড়া মোড় থেকে গ্রেপ্তার চারজন হলেন শহিদুল ইসলাম (৩৭), রমজান আলী (২৭), তুষার আলী নাঈম (২৪) ও জিয়াউর রহমান পাইলট (৪২)। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৪২০ টাকা এবং দুটি চাঁদা আদায়ের রসিদ বই জব্দ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, এঁরা রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তুলতেন। কোনো চালক চাঁদা দিতে না চাইলে গাড়ি আটকে রেখে তাঁকে মারধর করতেন। এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের