হোম > সারা দেশ > রাজশাহী

নগর ভবনে ঢুকে রাসিকের নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

নগর ভবনে ঢুকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে পুলিশের কাছে জানিয়েছেন।

ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তাঁর অফিস। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই নারী। পরে থানায় অভিযোগ করতে যান। তখন মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে আবার কল করা হলে ধরেননি বর্ষা রানী সাহা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি দাবি করেছেন যে, নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেন। এরপর একজন ছুরিকাঘাত করেন। তবে তিনি কাউকে চেনেন না বলে দাবি করেছেন।

ওসি বলেন, ‘ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে অফিসে যাতায়াত করার জন্য ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, ‘ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা বলতে পারব না। বর্ষা আমার কাছে এসে কিছু জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন