হোম > সারা দেশ > রাজশাহী

নগর ভবনে ঢুকে রাসিকের নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

নগর ভবনে ঢুকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক নারী কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে পুলিশের কাছে জানিয়েছেন।

ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তাঁর অফিস। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই নারী। পরে থানায় অভিযোগ করতে যান। তখন মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে আবার কল করা হলে ধরেননি বর্ষা রানী সাহা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি দাবি করেছেন যে, নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেন। এরপর একজন ছুরিকাঘাত করেন। তবে তিনি কাউকে চেনেন না বলে দাবি করেছেন।

ওসি বলেন, ‘ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে অফিসে যাতায়াত করার জন্য ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, ‘ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা বলতে পারব না। বর্ষা আমার কাছে এসে কিছু জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে