হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ৩ ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে সিরাজগঞ্জে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরে এ অভিযান চালানো হয়। 

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। অভিযানে মুজিব সড়ক এলাকার সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ১০ বেডের হাসপাতালকে ১৭ বেডে রূপান্তরিত করা, সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়া ও ভোক্তার সঙ্গে প্রতারণার করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়। 

এ ছাড়া ভোক্তার সঙ্গে প্রতারণা, লাইসেন্সের মেয়াদ না থাকায় শহরের ই বি রোডে অবস্থিত সিরাজগঞ্জ পলি ক্লিনিক অ্যান্ড নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা করা হয়। এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় ফজলুল হক রোডে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্য সেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। আজ তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আ ফ ম ওবায়দুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন