হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে শিশুসন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আট বছর বয়সী শিশুছেলেকে হত্যার দায়ে তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম লিটন জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তাঁর আট বছরের শিশুপুত্র রানাকে কাজ করতে বলেন। কিন্তু রানা কাজ করতে অপারগতা প্রকাশ করলে লিটন ক্ষুব্ধ হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। তাতে গুরুতর অসুস্থ হয় রানা। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে রানাকে চিকিৎসা করানো হয়। কিন্তু ক্রমেই তার অবস্থার অবনতি হয়। তারপর ১৩ নভেম্বর জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রানার মা বুলি আরা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে