হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাক পোড়ানোর মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

পেট্রলের আগুনে ট্রাক পোড়ানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হকসহ ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। আজ মঙ্গলবার জেলার কাজীপুর উপজেলার মহিষামুড়া বাজর এলাকা ও বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সন্ধ্যায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

বিএনপির গ্রেপ্তার নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান বাবু, চান্দাইকো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা সরকার ও রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ আহম্মেদ খোকন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব উল্লেখ করেছে, গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ চলার সময় আটক আসামিরাসহ অন্যরা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাইওয়ে রোডে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং করে। তাঁরা পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার জন্য ইট, পাটকেল নিক্ষেপ করে এবং গমবোঝাই ট্রাকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ট্রাকের মালিক সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই মামলার সন্দেহভাজন আসামি কাজীপুর উপজেলার মহিষামুড়া বাজার এলাকা ও বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন