Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রানীনগরে শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

রানীনগরে শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি

নওগাঁর রানীনগরে শিক্ষকের বেত্রাঘাতে আহত রাজ মণ্ডল (১৩) নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে রাজকে রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়। 

রাজ ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম। 

শিক্ষার্থীর ফুফু চম্পা আক্তার জানান, শনিবার সকালে তাঁর ভাতিজা রাজ মণ্ডল বিদ্যালয়ে যায়। এরপর ক্লাসরুমের বেঞ্চে বোতলের পানি পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শিক্ষক আব্দুল মান্নান ক্লাস নিতে এতে রাজ মণ্ডলকে বেধড়ক বেত্রাঘাত করেন। এ সময় অপর শিক্ষক উদয় কুমার সরকার এসেও রাজকে বেধড়ক বেত্রাঘাত করেন। বেত্রাঘাতে অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজের বাড়িতে খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন গিয়ে রাজকে রানীনগর হাসপাতালে ভর্তি করে। 

রাজ মণ্ডলের পিতা শহিদুল ইসলাম বলেন, ‘আমার ছেলের শরীরে বেত্রাঘাতের ২২টি দাগ রয়েছে। পড়ালেখা বিষয়ে মারপিট বা শাসন করলে আমার কিছু বলার ছিল না। কিন্তু শিক্ষার্থীদের দ্বন্দ্বের কারণে শিক্ষকেরা এভাবে আমার ছেলেকে বেত্রাঘাত করতে পারে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবি জানাচ্ছি।’ 

শিক্ষক উদয় কুমার সরকার বলেন, ‘অন্য ক্লাস থেকে বের হওয়ার সময় দেখি ৮ম শ্রেণির ক্লাসে চিৎকার চেঁচামেচি হচ্ছে। এ সময় ওই শ্রেণিকক্ষে প্রবেশ করলে শিক্ষক মান্নানের সঙ্গে রাজের বেয়াদবি দেখে তাকে বেত দিয়ে একটা বাড়ি দিয়েছি। তবে এর আগে শিক্ষক মান্নান নাকি কয়েকটা বাড়ি দিয়েছে এটা পরে শুনেছি। অবশ্য পরে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে সহকারী শিক্ষক আব্দুল মান্নানের মোবাইল নম্বরে কয়েকবার কল দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ বলেন, ‘আমি আজকে আমি বিদ্যালয়ে যাইনি। তবে বিদ্যালয়ে এ রকম একটা ঘটনা ঘটেছে, এটা শুনেছি। আমরা বিষয়টি নিরসনের চেষ্টা করছি।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা এখনো আমাকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম বলেন, ‘শিক্ষার্থীকে মারপিট এবং হাসপাতালে ভর্তির বিষয়টি শুনেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ