Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ইকোপার্কে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ইকোপার্কে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ঢেকুরিয়া এলাকায় নির্মাণাধীন ইকোপার্কে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

জানা যায়, নিহত প্রকৌশলী পিয়াল হাওলাদার (২৩) বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াল তাজওয়া টেস্ট সিস্টেম অ্যান্ড চৌধুরী কোম্পানির প্রকৌশলী হিসেবে ঢেকুরিয়া ইকোপার্কে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। পিয়ালের বাবা কালাম হাওলাদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের লিফটম্যান হিসেবে কর্মরত।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, গত তিন মাস ধরে ইকোপার্কের ব্লক তৈরির কাজ বন্ধ ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল তদারকির জন্য পিয়াল সেখানে অবস্থান করছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইকোপার্কের ব্লক নির্মাণ সাইটের রাঁধুনি পিয়ালকে গতকাল সোমবার রাতে খাবার দিতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেন পিয়াল ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। 

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা