নাটোরের সিংড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মধ্যপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও মনজুর রহমানের ছেলে নাদিম মাহমুদ (২৬)। তাঁদের লাশ সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, নাটোর থেকে দুপচাঁচিয়া যাওয়ার পথে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় দুজন সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। ওই বাসটি চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।