হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাট সীমান্ত এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ধামারহাট (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. সিফাতুল ইসলাম সিফাত (৩০)। তিনি উপজেলার চকমহেশ ফার্শিপাড়া এলাকার মো. আবু তৈয়ব হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর ৫টার সময় উপজেলার চকিলাম বিওপি এলাকার ২৫৭ (৫) সীমান্ত পিলার সংলগ্ন ভূলকীপাড়া এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবককে (বাংলাদেশি) আটক করে নিয়ে গেছে। 

১৪ ব্যাটালিয়ন পত্নীতলা, কালুপাড়া বিওপি নায়েক সুবেদার গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার সময় ওই যুবক ভারতের সীমান্তবর্তী তারকাটা বরাবর গেলে বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই যুবক নেশাজাতীয় দ্রব্য ফেনসিডিল অথবা গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, ‘এখন পর্যন্ত বিএসএফ কর্তৃক যুবক আটকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি।’ 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে