Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরানোর দাবিতে ভ্যানচালকদের অবরোধ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরানোর দাবিতে ভ্যানচালকদের অবরোধ

সিরাজগঞ্জের কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়ার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেছেন। আজ রোববার উপজেলার জামতৈল পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। 

আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামতৈলের গোডাউন মোড় এলাকায় এই সড়ক অবরোধ ও মিছিল করা হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, ‘আন্দোলন করা ভ্যানচালকদের ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কথা দিয়েছেন। আগামীকাল সোমবার আলোচনা করে সমাধানের কথা বললে ভ্যানচালকেরা সড়কের অবরোধ তুলে নেন।’ 

ভ্যানচালকেরা বলেন, ‘ফুটপাতের ওপরে দোকানপাটের জন্য সড়কে যানজট হয়। এতে যাত্রী ও আমাদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি সমাধানের জন্য সড়ক অবরোধ ও মিছিল করেছি।’ 

কামারখন্দের ইউএনও শাহীন সুলতানা বলেন, ‘ভ্যানশ্রমিকেরা সড়ক অবরোধ করে ফুটপাতের দোকান উচ্ছেদের দাবিতে আন্দোলন করেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আগামীকাল সোমবার বাজার কমিটি, ফুটপাতের দোকানের প্রতিনিধি, শ্রমিকনেতা, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হবে।’

নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে রাবির ২ সমন্বয়কের পদত্যাগ

সাবেক এমপি হেনরীর বাড়ির বাথরুমে রাখা ছাত্রের লাশের পরিচয় মিলেছে

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

সড়ক দুর্ঘটনায় বাবা আহত—ভুয়া খবর দিয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ-সম্পাদক সজীব

বগুড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, খালুর যাবজ্জীবন কারাদণ্ড

বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সূর্যমুখীর ফুল-পাতায় ‘অমর ২১’

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পছন্দের বিভাগ বাছাই ১৫ মার্চ পর্যন্ত