হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরানোর দাবিতে ভ্যানচালকদের অবরোধ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়ার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেছেন। আজ রোববার উপজেলার জামতৈল পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। 

আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামতৈলের গোডাউন মোড় এলাকায় এই সড়ক অবরোধ ও মিছিল করা হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, ‘আন্দোলন করা ভ্যানচালকদের ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কথা দিয়েছেন। আগামীকাল সোমবার আলোচনা করে সমাধানের কথা বললে ভ্যানচালকেরা সড়কের অবরোধ তুলে নেন।’ 

ভ্যানচালকেরা বলেন, ‘ফুটপাতের ওপরে দোকানপাটের জন্য সড়কে যানজট হয়। এতে যাত্রী ও আমাদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি সমাধানের জন্য সড়ক অবরোধ ও মিছিল করেছি।’ 

কামারখন্দের ইউএনও শাহীন সুলতানা বলেন, ‘ভ্যানশ্রমিকেরা সড়ক অবরোধ করে ফুটপাতের দোকান উচ্ছেদের দাবিতে আন্দোলন করেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আগামীকাল সোমবার বাজার কমিটি, ফুটপাতের দোকানের প্রতিনিধি, শ্রমিকনেতা, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হবে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে