হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সেই গাড়ি পুড়িয়ে দিল জনতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

আজ শুক্রবার বেলা একটার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনায় বাচ্চু মিয়া (১৮) নামের ওই যুবক নিহত হন। তিনি ওই এলাকার ইমরান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে মাজারে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে লোকজন ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই পালিয়ে যান।

এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশের (শিবপুরহাট থানা) ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটি পুড়িয়ে দেয়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত