Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সেই গাড়ি পুড়িয়ে দিল জনতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সেই গাড়ি পুড়িয়ে দিল জনতা

রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

আজ শুক্রবার বেলা একটার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনায় বাচ্চু মিয়া (১৮) নামের ওই যুবক নিহত হন। তিনি ওই এলাকার ইমরান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে মাজারে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে লোকজন ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই পালিয়ে যান।

এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশের (শিবপুরহাট থানা) ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটি পুড়িয়ে দেয়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত