হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মিছিল করে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আতাইকুলা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের শহিদুল ইসলাম (৩১) এবং একই গ্রামের তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।

ওসি সালাউদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করেন। এই মিছিল পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।

ঘটনার পর পুলিশ অভিযানে নামে বলে জানান ওসি সালাউদ্দিন। তিনি বলেন, মধ্যরাতের পর থেকে আজ শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।

ওসি সালাউদ্দিন বলেন, আজ দুপুরে পাঁচজনের নামে মামলা দেওয়া হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার