হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

১০০ টাকার স্যালাইন ২৫০ টাকা বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ১০০ টাকার স্যালাইন ২৫০ টাকায় বিক্রির অপরাধে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এই জরিমানা করেন।

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ী হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিকে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, বাজারে স্যালাইন পাওয়া যাচ্ছে না। কারও কাছে থাকলেও নাই বা একটাই আছে বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে সেখানে যান। এ সময় দোকানে স্যালাইন চাইলে বলা হয়, তাঁর কাছে এক পিচ স্যালাইনই আছে। এর মূল্য চাওয়া হয় ২৫০ টাকা। পরে তিনি এই টাকায় কিনতে রাজি হলে স্যালাইনটি দেওয়া হয়। পরে ১০০ টাকার স্যালাইন ২৫০ টাকায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফলঘরকে বিদেশি চকলেটে আমদানিকারকের স্টিকার ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত