Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ভ্যানকে ধাক্কা দিয়ে এক কিমি নিয়ে গেল বাস, নিহত ২

বগুড়া প্রতিনিধি

ভ্যানকে ধাক্কা দিয়ে এক কিমি নিয়ে গেল বাস, নিহত ২
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় রিকশা-ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় বাসটি।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন উপজেলার শিকড় গ্রামের মৃত ওছমানের ছেলে নুর আলম (৫০) ও পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্যানচালক নুর আলম বিবিরপুকুর থেকে যাত্রী মোফাজ্জলকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক নুর আলম। যাত্রী মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঁপড়া এলাকায় পড়ে যায়। আহত অবস্থায় তিনি পড়ে ছিলেন কালিয়ার পুকুর এলাকায় ভ্যানটির ভাঙা অংশের সঙ্গে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আব্দুল হান্নান।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ