আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী, জামায়াত ইসলামীর নেতাকর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি রাশেদুল আলম সবুজ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রশিদ ইকু, রফিকুল ইসলাম চপল, কাশিড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক হেদাতুল ইসলাম, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান, তিলকপুর ইউপির সদস্য মামুনুর রশিদ পিন্টু, আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। আগামীকাল স্থানীয় বিএনপির আরেকটি অংশ একই দাবি মানববন্ধন করবে বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তরা আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল বলেন, ‘ইউএনও মনজুরুল আলম একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা। হঠাৎ করেই আমরা তাঁর বদলির আদেশ হয়েছে বলে জানতে পেরেছি। আমরা ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা বলেন, ‘ইউএনও ভালো ভূমিকায় আমাদের উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা ৫ আগস্টে নতুন বাংলাদেশ পেয়েছি। ইউএনও উপজেলাকে ভালো রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ইউএনও কাউকে কখনো হয়রানি করেননি। আমরা ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি রাশেদুল আলম সবুজ বলেন, ‘ইউএনও একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা। আমরা তাঁর বদলির আদেশে হতাশ হয়েছি। ইউএনও কারণে এখানে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা মাথা চাড়া দিতে পারেনি। আমরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার চাচ্ছি।’
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ইউএনও মনজুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এক বছর আগে ইউএনও হিসেবে যোগদান করেছি। আমার দায়িত্বের মধ্যে উপজেলাবাসীকে সাধ্যমতো সেবাদানের চেষ্টা করেছি। আমার স্বাভাবিক বদলি হয়েছে। সরকারি আদেশ মানতে বাধ্য। এলাকার লোকজন হয়তো আমাকে ভালোবাসেন। এ কারণে তাঁরা আমার বদলির আদেশে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। সরকার আমাকে যেখানে যেতে আদেশ দেবেন সেখানেই যাব।’
উল্লেখ্য, ইউএনও মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুরে যোগদান করেন। গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে বদলি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।