হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে ‘অপচিকিৎসায়’ পঙ্গুত্ববরণকারী যুবকের সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবু হায়াত। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের অর্থোপেডিক চিকিৎসক আতাউল হকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ তুলে পঙ্গুত্ববরণকারী ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আবু হায়াত (৩৫) নামের এক যুবক ক্ষতিপূরণ ও বিচার দাবি করেছেন। আজ শুক্রবার সকালে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ভুক্তভোগী আবু হায়াত জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের আবু বক্করের ছেলে। সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রুম্মান হোসেন ও আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আবু হায়াত বলেন, ২০২৩ সালের ২০ নভেম্বর একটি দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে যায়। ওই দিন তিনি চিকিৎসার জন্য জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যান এবং সেখানে ডা. আতাউল হকের কাছে দেড় লাখ টাকা দিয়ে চিকিৎসা শুরু করেন। এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিলেও তাঁর ক্ষতস্থানে পচন ধরতে থাকে। যা একপর্যায়ে হাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ঘায়ের সৃষ্টি হয়।

এরপরও ডা. আতাউল হক তাঁকে চিকিৎসা দিতে থাকেন। কিন্তু তাঁর অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাঁকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তখন পর্যন্ত তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে যায়। যে জন্য তিনি তাঁর সহায়-সম্পত্তি বিক্রি করেন এবং নিঃস্ব হয়ে পড়েন। ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তাঁর হাতে পর্যাপ্ত টাকা ছিল না। তাই তিনি ডা. আতাউল হকের বিরুদ্ধে ক্ষতিপূরণসহ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ডা. আতাউল হকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার