Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে পেটাল ছেলে ও তাঁর বউ 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে পেটাল ছেলে ও তাঁর বউ 

সিরাজগঞ্জের কামারখন্দে ছেলের ঋণের টাকা পরিশোধ ও জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আহত বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (৫৭)। 

স্থানীয়রা জানান, জমি ও ঋণের টাকা পরিশোধ না করায় ওই বৃদ্ধার বড় ছেলে শাহ আলম ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন মারপিট করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। 

শাহ আলমের স্ত্রী মর্জিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামীকে শাশুড়ি ঘর থেকে বের করে দেয়। জমিজমা ও টাকা তাঁর ছোট ছেলে ও তাঁর মেয়ে দিয়েছে। আমার স্বামী ঋণ করে ঘর দিয়েছে সেই ঘর থেকে এখন বের করে দিতে চাই। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শুক্রবার দুপুরে এ বিষয়গুলো নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। তখন আমার স্বামী তাঁকে ধাক্কা দেয় এবং আমার শাশুড়িকে মারপিট করে। তবে আমি শাশুড়িকে মারপিট করিনি কিন্তু ধাক্কা দিয়েছিলাম। এতে মাথায় একটু কেটে গেছে।’ 

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদুল ইসলাম হ্যাপি বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে বলেনি। আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিব এবং এই ছেলে ও তাঁর স্ত্রীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা আক্তার বলেন, ‘মাথায় সেলাই দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। আগের চেয়ে অবস্থা ভালো তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।’ 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা রেজাউল ইসলাম বলেন, ‘লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ