Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় করোনায় আরও দুজনের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আরও দুজনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন। আজ সোমবার দুপুর ১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬ ও এন্টিজেন পরীক্ষায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২ জন করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭৫ শতাংশ। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৫ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৫০, মোহাম্মদ আলী হাসপাতালে ৫০, টিএমএসএস হাসপাতালে ১৩ ও উপজেলা হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন। 

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত করে ৭৭৯ জন মারা গেছেন। এর মধ্যে বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬৭৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এই মৃত্যুর তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম

রাজশাহীতে সাঁওতালপাড়ায় হামলার প্রতিবাদ