হোম > সারা দেশ > বগুড়া

আবারও সান্তাহারে ট্রেন থেকে হেরোইন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার উপজেলার সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ওই হেরোইন উদ্ধার করা হয়। 

এর আগে গত ৬ মার্চ একই ট্রেনের ঙ নম্বর বগি থেকে এক কেজি আট গ্রাম হেরোইন উদ্ধার করেছিল বিজিবি। ওই দিনও কোনো মাদক কারবারিকে আটক করতে পারে নাই। 

আজ মঙ্গলবার বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা হতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি হতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ১৬ বিজিবি, নওগাঁ। 

এ বিষয়ে বিজিবি ১৬-এর অধিনায়ক লে কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা এক্সপ্রেসের ভেতর থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।’ 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি অভিযানের পর রাতেই উদ্ধার হওয়া কথিত হেরোইন থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে