Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাদক মামলায় ফাঁসানোর হুমকি, ডিবি পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মাদক মামলায় ফাঁসানোর হুমকি, ডিবি পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে মুরাদ হোসেন নামের এক বেসরকারি সংস্থার কর্মী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। মুরাদ জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামের বাসিন্দা।

যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই এসআইয়ের নাম আবদুর রহিম। সংবাদ সম্মেলনে মুরাদ বলেন, তুলে নেওয়ার পর মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এসআই রহিম তাঁর কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা আদায় করেছেন। গত ২৮ জুলাই বিকেলে দুর্গাপুরের মোহনগঞ্জ বাজার থেকে তুলে নেওয়া হয় তাঁকে। সাদা পোশাকে এসআই রহিমসহ ছয়জন ছিলেন। সেদিন তুলে তাঁকে এলাকার একটি নির্জন পুকুর পাড়ে নেওয়া হয়।

মুরাদ বলেন, ‘রহিম প্রথমে আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। বাঁচার জন্য আমি আমার বাবাকে ফোন করি। তিনি ২ লাখ ৪৬ হাজার টাকা এনে এসআই রহিমকে দেন। এরপর আমি দুই দফা জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাইনি।’

মুরাদ হোসেন আরও বলেন, ‘লিখিত অভিযোগ করার কারণে এসআই রহিম এখন আবার আমাকে মাদকের মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।’ সংবাদ সম্মেলন থেকে এসআই আবদুর রহিমসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুরাদ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই আবদুর রহিম বলেন, ‘মুরাদ আমার নামে অনেক জায়গায় অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত হলে সত্য-মিথ্যা জানতে পারবেন।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাবি প্রশাসনের ইফতারের আয়োজন, খাবার পাননি অনেকে

ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেল জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা

নাটোরের যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

কাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় চার্জশিট দাখিল

আতাইকুলায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

নাটোরের সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

নাটোরে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রিকশাচালককে জুতাপেটার তদন্ত শুরু, ক্ষমা চান সমাজসেবা কর্মকর্তা