হোম > সারা দেশ > রাজশাহী

বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

বেলকুচিতে বেসরকারি হাসপাতাল অভিযান চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

আজ রোববার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বেলকুচি পৌর চালা এলাকায় ঢাকা জেনারেল হাসপাতালে ১ লাখ টাকা, মুকুন্দগাঁতী এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে সিভিল সার্ভিস অফিসের চিকিৎসক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, এনএসআই-এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও সিনিয়র অডিট অফিসার আব্দুর কাইয়ুম, উপপরিচালক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া জানান, পরীক্ষার ফি বেশি রাখা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও স্যালাইন পাওয়া, ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তাঁরা আরও জানান, অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন