হোম > সারা দেশ > রাজশাহী

ছুটি শেষে শ্রেণিকক্ষ খুলতেই মিলল অজগর, পিটিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একটি অজগর সাপ (ইন্ডিয়ান পাইথন) পাওয়া গেছে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রাথমিক বিদ্যালয়টির পঞ্চম শ্রেণিকক্ষে সাপটিকে দেখা যায়। এ নিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে 

স্থানীয়রা জানান, বারনই নদীর তীরবর্তী এলাকায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর পানিতে ভেসে আসে অজগরটি। এরপর এটি বিদ্যালয়টির শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। ২০ দিন ছুটি শেষে আজ সকালে শ্রেণিকক্ষের তালা খোলা হলে সাপটিকে দেখা যায়। এরপর স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। তারপরও কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণির ক্লাসরুম দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাসে নিজ নিজ আসনে বসে। এরপর হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে কে একজন দেখতে পায় সাপ। এ সময় শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর শিক্ষার্থীরা ক্লাসরুমে যায়।’

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে।’

তিনি জানান, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ ছিল। আজ বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলেছে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন