Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

২২ দিনেও পরিচয় মেলেনি ডোবায় উদ্ধার মৃত যুবকের

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

২২ দিনেও পরিচয় মেলেনি ডোবায় উদ্ধার মৃত যুবকের

রাজশাহীর পুঠিয়ায় ২২ দিন আগে বিল থেকে অজ্ঞাত যুবকের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ঘিরে ঘটনার দিন থেকে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলতে থাকলেও এখনো তাঁর পরিচয় মেলেনি। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

গত ২২ অক্টোবর উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ কয়েকটি স্থানে জখমের চিহ্ন ছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ওই মরদেহের দাফন সম্পন্ন হয়।

উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘উদ্ধার হওয়া লাশটি আমাদের এলাকার নয়। আর বিলের নির্জন ডোবায় একটি অজ্ঞাত যুবকের লাশ কীভাবে এল, তা নিয়ে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে।’

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছি।’

ওসি আরও বলেন, ‘নাম-পরিচয় নিশ্চিত হলে সহজেই হত্যাকাণ্ডের রহস্য বের করা যায়। আমরা পরিচয় শনাক্তেরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম