Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাড়িতে ‘ঘুষের টাকা’ নিতে গিয়ে কনস্টেবলকে আটকে ৯৯৯-এ ফোন 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

বাড়িতে ‘ঘুষের টাকা’ নিতে গিয়ে কনস্টেবলকে আটকে ৯৯৯-এ ফোন 

জয়পুরহাটের আক্কেলপুর থানার এক কনস্টেবল সাদা পোশাকে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। তিনি ঘুষের টাকা নিতে সেখানে গিয়েছিলেন বলে ওই বাড়ির সদস্যরা অভিযোগ করেছেন। পরে তাঁকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে ছাড়িয়ে আনেন এবং ওই যুবকের মোবাইল ফোনে ধারণ করা ঘুষ লেনদেনের ভিডিও মুছে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার আক্কেলপুর পৌরশহরের শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত সেকেন্দার আলীর ছেলে সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা গতকাল শনিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘আমি কনস্টেবলের ওই ঘটনায় এসপি স্যারের কাছে প্রতিবেদন দিয়েছি।’ তবে তিনি এ বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

জানতে চাইলে সোহেল রানা বলেন, ‘আমি দুই মাস আগে মাদক সেবন ছেড়ে দিয়েছি। জমিজমা নিয়ে আমাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সপ্তাহ খানিক আগে একজন এসআইয়ের সঙ্গে কনস্টেবল আশিক হোসেন আমাদের গ্রামে এসেছিলেন। তখন কনস্টেবল আশিক আমার কাছে এক হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। আমি তাঁকে কোনো টাকা দেইনি। এতে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।’

সোহেল রানা আরও বলেন, ‘এ ঘটনার দুই দিন পর রাতের বেলায় আমাকে সড়কে একা পেয়ে কনস্টেবল তাঁর পকেটে ১০ পিস ইয়াবা ঢুকে দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি পরদিন সকালে তাঁকে টাকা দেওয়ার অঙ্গীকার করে ছাড়া পেয়েছি। এরপর কনস্টেবল আমার বাড়ি এসে আমাকে না পেয়ে দরজায় লাথি মেরে ও গালিগালাজ করে চলে যান।’

সোহেল বলেন, ‘গতকাল শনিবার সাত সকালে কনস্টেবল আশিক আবারও আমার বাড়িতে এসে ঘুষের টাকা দাবি করেন। তখন তাঁর হাতে ৫ হাজার টাকা দিয়েছি। আমার স্ত্রী আড়াল থেকে ঘুষ লেনদেনের ভিডিও করেন। এরপর ঘটনাটি থানার ওসিকে জানাতে চাইলে ঘুষের টাকা রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন তাঁকে বাড়িতে আটকে রেখে ৯৯৯ কল করি। থানা-পুলিশ এসে ঘটনা শুনে ঘুষ লেনদেনের ভিডিও মুছে ফেলে কনস্টেবলকে আমার বাড়ি থেকে নিয়ে গেছে। এ সময় গ্রামবাসী ও স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।’

ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে কনস্টেবল আশিক হোসেন বলেন, ‘সোহেল রানা একজন মাদক কারবারি। তাঁকে চিহ্নিত করতে সাত সকালে তাঁর বাড়িতে গিয়েছিলাম। এ কারণে তাঁকে আটকে রাখা হয়েছিল।’

ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস হোসেন আজকের পত্রিকাকে বলেন, সোহেল রানার বাড়িতে সিভিল পোশাকে একজন কনস্টেবল আটকে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে কনস্টেবলকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা জানিয়ে ফেরদৌস হোসেন আরও বলেন, ‘একটি মোবাইল ফোন নিয়ে সোহেল রানার সঙ্গে পুলিশ সদস্যরা কাড়াকাড়ি করছিলেন। কার ফোন সেটা জানি না।’

শাহরিয়ারের মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ সমন্বয়কসহ চারজন

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু, চেকপোস্ট কার্যক্রম জোরদার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি