রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বাদশাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে চাঁদাবাজির মামলায় উপজেলার আবাদপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সৌদিপ্রবাসীকে মারধর করে ২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গত শনিবার রাতে থানায় এই মামলা করা হয়। গ্রেপ্তার বাদশা উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়ছেনে। তিনি বলেন, উপজেলার বিশঘড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে সৌদিপ্রবাসী আলমগীর হোসেনকে (৩৫) মারধর করে ২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গত শনিবার রাতে থানায় মামলা করা হয়। মামলাটি করেন আলমগীরের বাবা মোজাহার আলী। মামলায় বাদশাসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, গতকাল সোমবার রাতে উপজেলার আবাদপুকুর এলাকায় অভিযান চালিয়ে বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।