দেশের তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ ও গতকাল সোমবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মোল্লারচরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– জেলার সোনারগাঁয় উপজেলার আমগতি গ্রামের সোহান ও উজ্জ্বল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের আশরাফুল ইসলাম (৪০)।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পড়লে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম স্টারলিং হালদার (৫১)। তিনি পাবনার আতাইকুলার বাসিন্দা। মাধপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মুসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।