হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, বিদেশি পিস্তলের একটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও হাতবোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভেতরে ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫ ও সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কিছু সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের কারণে তারা এসব আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে