আদালত থেকে জামিনে বেরিয়ে নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভনের সমর্থক শরিফুল ইসলাম (৩২) ও সিরাজুল ইসলামকে (৩৫) পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, ‘হামলাকারীরা জামিনে এসে আবারো হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
এদিকে নাটোর-৩ আসনে জেলার সিংড়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ৮ জন কর্মী আহত হয়েছেন। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার রাত ৭টায় তাজপুর ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই পক্ষের অনুসারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে স্থানীয় ইন্দ্রাসন বাজারে গণসংযোগে যান স্বতন্ত্র প্রার্থী শফিকের অনুসারীরা। এ সময় নৌকা প্রতীকের অনুসারীরা সেখানে এসে তাদের সরে যেতে বলেন। সংঘাত এড়াতে শফিকের অনুসারীরা সেখান থেকে সরে সাতপুকুরিয়া বাজারে আসেন। এ সময় সেখানে পলকের অনুসারী আরেকটা গ্রুপ তাদের প্রচার চালাতে নিষেধ করেন। এতে দুই পক্ষ বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে শফিকের অনুসারী জুয়েল হোসেন, ফারুক হোসেন, সোহান আলী, রনি হোসেন, শামীম হোসেন, সালাম খান, ফরিদ আলী ও সালাম আলী আহত হন। পলকের অনুসারীদের মধ্যে আব্দুল্লাহ কাফি, সোহেল হোসেন ও মিল্টন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর অনুসারী তাজুল ইসলাম বলেন, ‘নৌকার কর্মীরা প্রচারে বাধা দেন। তারাই প্রথমে আমাদের কর্মীদের ওপর আঘাত করেন। আমাদের কর্মীরাই আহত হয়েছে বেশি।’
সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা নৌকার কর্মীদের কটুক্তি করে। নৌকা আমাদের আবেগের জায়গা। কর্মীরা অহিসংভাবে কটুক্তির প্রতিবাদ জানালেও স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পরিস্থিতি উত্তপ্ত করে।’
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের খবর জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা কোন পক্ষের অনুসারী তা জেনে জানানো হবে।’
এদিকে, জামিনে বেরিয়ে এসেই নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর আসিফ আব্দুল্লাহ শোভনের সমর্থক শরিফুল ইসলাম (৩২) ও সিরাজুল ইসলামকে (৩৫) পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নৌকা সমর্থকেরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলীকে দায়ি করেছেন শোভন।
শরিফুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থক নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী সোমবার তাকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে না থাকার জন্য হুমকি দিয়ে নৌকার পক্ষে নির্বাচন করতে বলেন। কিন্তু আইয়ুব চেয়ারম্যানের প্রস্তাবে তিনি রাজি হননি। তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য আলম, স্থানীয় আল-আমিনসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। একপর্যায়ে জিআই পাইপ এবং লোহার রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে যখম করেন।
অপর আহত সিরাজুল বলেন, ‘শরিফুলের সঙ্গেই ছিলেন তিনি। আলম মেম্বর লোকজন নিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় তাকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করা হয়।’
স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ‘হামলার শিকার দুই ব্যক্তি তার সমর্থক। একের পর এক তার সমর্থিতদের ওপর হামলা চালিয়ে অংশগ্রহণ মূলক নির্বাচন বানচালের চেষ্টা করছেন নৌকা সমর্থকেরা।’
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বলেন, ‘আহত শরিফুল এবং সিরাজুল তার রাজনৈতিক প্রতিপক্ষ নন। মূলত আলম মেম্বারের সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জের তাদের মধ্যে হামলার ঘটনা ঘটতে পারে। এতে তার বা নৌকা সমর্থিতদের কোনো হাত নেই।’