হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই দুই শিশুর মা অবিতা রাণীকেও পুকুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুই শিশু উপজেলার শালডাঙ্গা গ্রামের বাসিন্দা লক্ষীন্দ্রনাথের দুই মেয়ে অনুরাধা (৩) ও নন্দিনী (৫)।

পুলিশ জানায়, বাড়ি থেকে মায়ের সাথে শিশু অনুরাধা ও নন্দিনী পার্শ্ববর্তী কৃষ্ণপুর বাজারের উদ্দেশ্যে বের হয়। যাবার পথে শালডাঙ্গা গ্রামেই সড়কের পাশে পুকুরে পানিতে পড়ে যায় তারা। বেলা তিনটার দিকে স্থানীয়রা ওই শিশুদের মরদেহ পুকুরে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় পুকুরের পানি থেকে ওই দুই শিশুর মা অবিতা রাণীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, শিশুদের মা অবিতা রানী কিছুটা মানসিক ভারসাম্যহীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানি থেকে মেয়েকে উদ্ধার করতে নেমে অবিতা রানী জ্ঞান হারিয়ে ফেলেছেন। তবে তিনি সুস্থ আছেন। থানায় কোন অভিযোগ না হওয়ায় দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে