হোম > সারা দেশ > রাজশাহী

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত হওয়া সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করেন বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুতরা। 

মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ। কর্মসূচিতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। 

কর্মসূচি থেকে বক্তারা বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা দাবি করেন, ১৫ বছর সারা বাংলাদেশে চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়নি। অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। 

বক্তারা আরও বলেন, ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। আর এর দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের ওপর চাপিয়ে দেওয়া হয়। তাই তাঁরা বিদ্রোহের কলঙ্ক মুছে দিয়ে পুনরায় সীমান্ত বাহিনীতে নিয়ে স্বাভাবিক জীবন-যাপন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নতুন সরকারের কাছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার