হোম > সারা দেশ > রাজশাহী

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আবার কিছু কিছু কেন্দ্রের ভেতরে বিকেল ৪টার পরও ভোটার থাকার কারণে ভোট গ্রহণ চলে। তবে অল্প সময়ের মধ্যেই এসব কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

আজ বুধবার সকাল ৮টা থেকে শহরের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিকেল পর্যন্ত ৪৫ থেকে ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিভাগীয় স্টেডিয়াম ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেলা সাড়ে ৩টায় এখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ছিলেন ২ হাজার ১০৮ জন। এর মধ্যে ১ হাজার ৪০ জন ভোট দিয়েছেন। 

রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তন্ময় কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এখানে মোট ভোটার ১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৮৯১ জন ভোট দিয়েছেন বেলা ৩টা পর্যন্ত। সব কেন্দ্রের ফলাফল সমন্বিতভাবে প্রকাশ করা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বেশির ভাগ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের সময় শেষেও ভেতরে ভোটার আছেন। এ কারণে সেখানে ভোট চলছে। তবে এ রকম কেন্দ্রগুলোরও ভোট গ্রহণ দ্রুত শেষ হয়ে যাবে। 

এর আগে সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে