পাবনায় ধর্ষণের ৫ মাস পর গৃহবধূর মামলা, যুবক কারাগারে 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১৮: ০৯

পাবনার চাটমোহরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শিপন সরকার (৫০) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিপন সরকার উপজেলার ধানকুনিয়া গ্রামের আলীমুদ্দিন সরকারের ছেলে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ঘটনাটি চলতি বছরের ৫ জানুয়ারি ঘটলেও এত দিন স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় প্রায় ছয় মাস পর আজ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধানকুনিয়া বাজারের ব্যবসায়ী ফারুক হোসেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শিপন সরকারের। এরই সূত্র ধরে শিপন সরকার মাঝেমধ্যেই ফারুক হোসেনের দোকানে আসেন। ফারুকের স্ত্রী (৩০) মাঝেমধ্যেই স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানে বসতেন। এই সূত্র ধরে তাঁর সঙ্গে পরিচয় হয় শিপন সরকারের। একপর্যায়ে শিপন সরকার গৃহবধূকে অনৈতিক কাজের প্রস্তাব দেন। 

বিষয়টি ফারুক হোসেন জানার পর শিপনকে দোকানে আসতে নিষেধ করেন। গত ৫ জানুয়ারি শিপন সরকার দোকানে আসেন। এ সময় ফারুক হোসেন দোকানে ছিলেন না। শিপন সরকার ওই গৃহবধূকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। 

এত দিন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় ঘটনার প্রায় ছয় মাস পর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পুলিশ মামলা দায়ের করার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিপন সরকারকে গ্রেপ্তার করে।

সিরাজগঞ্জে ২ কৃষককে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

নওগাঁয় সকালের মিষ্টি রোদে প্রাণচাঞ্চল্য ফিরেছে

থামেনি হুন্ডি মুকুলের মাটি লুট, অসহায় এলাকাবাসী

বগুড়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবদল নেতা নিহত