Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

বগুড়া প্রতিনিধি

মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা
ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জানা গেছে, মূল আসামির পেটের মধ্যে থাকা ১৭ পোঁটলা থেকে ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ১৭টি পোঁটলা বের করার জন্য তাঁর চিকিৎসা চলছে।

গ্রেপ্তার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। তাঁর পেটের ভেতরে ৩৪টি পোঁটলায় মোট ১ হাজার ৭০০ ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন। তাঁর অপর দুজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তাঁর স্ত্রী মোছা স্মৃতি বেগম (৩০)। তাঁরা দুজনেই বগুড়া শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার পারভীনের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

জানতে চাইলে জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর আজকের পত্রিকাকে জানান, আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৭টি ইয়াবার পোঁটলা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোঁটলাগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ