হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলায় ১০০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই। আজ বুধবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন। এ ঘটনায় মামলা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)। 

এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআইয়ের যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। 

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত