জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে তামিম ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানিহারা গ্রামে এই ঘটনা ঘটে।
তামিম ইসলাম কালাই উপজেলার বানিহারা গ্রামের তারেক রহমানের ছেলে। তার মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ওয়াসিম জানান, শিশু তামিমের মা-বাবা বাড়িতে আজ সকালে সাংসারিক কাজ করছিলেন। বাড়ির লোকজনের অজান্তে সে বাড়ির সামনের পুকুরে পড়ে ডুবে যায়। এরই মধ্যে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। এরই মধ্যে তাঁরা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা এসে বাড়ির সামনে পুকুর থেকে তামিমের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।