Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার, প্রকৌশলীসহ আহত ৪

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার, প্রকৌশলীসহ আহত ৪

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর প্রকৌশলীসহ চারজন কর্মচারী হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গ্রাহক মামুন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এক গ্রাহকের পরিবার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহতরা হলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান (৪৮), ওই কার্যালয়ের কর্মচারী ইকবাল হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (২৮) ও আবদুল আজিজ (২৪)। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর উপ মহাব্যবস্থাপক মো. আবদুর রশিদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এতে গ্রাহক মামুন সরদার, তাঁর বাবা বাহার সরদার, চাচা তাহাদ সরদার, মামুনের বোন বন্যা বেগম ও মা আনজুয়ারা বেগমকে আসামি করা হয়েছে।

আহত মশিউর রহমান জানান, গ্রাহক মামুন সরদারের চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য কয়েক দফা বলা হলেও বিল পরিশোধ করেননি তিনি। বিল বকেয়া থাকায় সম্প্রতি এক বিশেষ অভিযানে তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় মামুনের পরিবারের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল ছুড়ে তাঁদের মারাত্মকভাবে আহত করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ